reporterঅনলাইন ডেস্ক
  ০৯ নভেম্বর, ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুল

দুপুর ২টার মধ্যে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। শনিবার সন্ধ্যা নাগাদ দেশের পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবন) দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে।

এজন্য ক্ষয়-ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকার মানুষকে দুপুর ২টার মধ্যে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে নেয়ার নির্দেশনা দিয়েছে সরকার।

শনিবার সচিবালয় ঘূর্ণিঝড় মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনার সমন্বয় কমিটির সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল এ তথ্য জানান।

এদিকে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে ঝোড়ো হাওয়ার আকারে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ সর্বোচ্চ ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় শনিবার ভোর থেকে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আশ্রয়কেন্দ্র,ঘূর্ণিঝড় বুলবুল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close