reporterঅনলাইন ডেস্ক
  ২৩ অক্টোবর, ২০১৯

অতিরিক্ত সচিব হলেন ১৫৬ কর্মকর্তা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন সরকারের ১৫৬ জন যুগ্ম সচিব। তাদের পদোন্নতি দিয়ে আজ বুধবার সন্ধায় প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়ম অনুযায়ী পরবর্তী পদায়নের জন্য এসব কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

কর্মকর্তারা জানান, প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তার তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ১৫৬ জনকে পদোন্নতির জন্য বিবেচনা করে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)।

যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয় চলতি বছরের এপ্রিলে। ওই সময় বিসিএস প্রশাসনের ১১তম ব্যাচ, অতীতে বিভিন্ন সময় পদোন্নতিবঞ্চিত (লেফটআউট) এবং বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের পাঁচ শতাধিক কর্মকর্তার তথ্য নেয় সরকার। পদোন্নতিপ্রাপ্তরা বিসিএস ১১ ব্যাচ ও লেফটআউটের কর্মকর্তা।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি হচ্ছে হবে বলে কয়েক মাস কেটে গেলেও পদোন্নতি আটকে থাকায় অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার প্রহর গুণতে থাকা যুগ্ম সচিবরা দুশ্চিন্তায় পড়েন। আজ আদেশ জারির পর পদোন্নতিপ্রাপ্তরা খুশি হলেও যারা এবারও বঞ্চিত হয়েছেন তারা আরও হতাশ হয়েছেন।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অতিরিক্ত সচিব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close