reporterঅনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর, ২০১৯

মন্ত্রিসভায় বাতিঘর আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে ‘বাংলাদেশ বাতিঘর আইন, ২০১৯’ এর খসড়া।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৮৭ সালের একটি পুরোনো আইন আছে, ‘দি লাইটহাউজ অ্যাক্ট, ১৯৮৭’। এটাকে আপডেট করে মোটামুটি একই রকমের আইন করা হয়েছে। এখানে বড় ধরনের কোনো পরিবর্তন নেই। শুধু ১৯৮৭ সালের প্রেক্ষাপটে যে অংশটুকু ২০১৯’ তে এসে পরিবর্তিত হয়ে এসেছে, সেই অংশটুকু বাদ দেয়া হয়েছে।

তিনি বলেন, নতুন কিছু সংযোজন করা হয়েছে। ‘বন্দর বাতিঘর’ শব্দ যুক্ত করা হয়েছে, অর্থাৎ যেমন- চট্টগ্রাম, মোংলা, পায়রাবন্দর কর্তৃপক্ষের একটি বাতিঘর থাকবে। ‘বাতিঘর অঞ্চল’ বলতে বোঝাচ্ছে- সীমানাভুক্ত বাতিঘর এলাকা। এটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাতিঘর আইন,মন্ত্রিসভায় অনুমোদন,মন্ত্রিসভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close