reporterঅনলাইন ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর, ২০১৯

বিশ্বশান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সূফীবাদের বিকল্প নেই : খাজাবাবা কুতুববাগী

আলহাজ মাওলানা সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুবাগী বলেছেন, ইহকাল ও পরকালের কল্যাণের জন্য চাই আত্মার পরিশুদ্ধি। আর আত্মাকে পরিশুদ্ধি করতে হলে সূফীবাদের কোনও বিকল্প নেই। সূফীবাদই পারে এই অশান্ত পৃথিবীতে শান্তি ও সম্প্রীতির বন্ধনে মনবসমাজকে আবদ্ধ করে হিংসা, লোভ ও পরচর্চা থেকে বিরত রাখতে।

ফার্মগেট কুতুববাগ দরবারে সোমবার দুপুরে দু’দিনব্যাপী পবিত্র ফাতেহা শরীফের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুতুববাগী কেবলাজানের পীর মুর্শিদ বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন শাহসূফী হযরত মাওলানা কুতুবুদ্দীন আহমদ খান মুতুয়াইলী (রহ.) এর ওফাত দিবস উপলক্ষে এই ফাতেহা শরীফের আয়োজন করা হয়।

সারাদেশ থেকে হাজার হাজার আশেকান-জাকেরান ভক্ত মুরিদান এতে অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, কুতুববাগের পীরের শিক্ষা হলো- আত্মা শুদ্ধ না হলে কোনো ইবাদাত আল্লাহর দরবারে কবুল হয় না, তাই প্রত্যেক মুসলমানের উচিৎ তরিকতের শিক্ষা-দীক্ষা নিয়ে আত্মার পরিশুদ্ধি অর্জন করা। আলোচনা শেষে বিশ্ববাসীর কল্যাণ কামনায় আখেরী মোনাজাত পরিচালনা করেন কুতুববাগ দরবার শরীফের পীর কেবলাজান শাহসূফী আলহাজ মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুতুববাগী,বিশ্বশান্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close