reporterঅনলাইন ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর, ২০১৯

ফু-ওয়াং ক্লাবে অভিযান, নেই ক্যাসিনো

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ।

সোমবার বিকেল ৫টার দিকে পুলিশের তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। ক্লাবটিতে দীর্ঘদিন ধরে জুয়া ও ক্যাসিনো চলছিল বলে অভিযোগ ছিল। অভিযানে ডিএমপির ম্যাজিস্ট্রেটও রয়েছেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, ওই ক্লাবে ক্যাসিনো কিংবা জুয়ার মতো কোনো আলামত পায়নি পুলিশ।

তিনি বলেনে, যে কারণে এই ক্লাবে এসেছি সে ধরনের কিছু পাইনি। তবে এখানে একটা বার রয়েছে। বার পরিচালনার অনুমোদনও তাদের রয়েছে। অবৈধ কোনো কিছু না পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও জানান ম্যাজিস্ট্রেট।

এর আগে রোববার রাজধানী মতিঝিলের চারটি ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। ক্লাবগুলো হলো- আরামবাগ, দিলকুশা, মোহামেডান ও ভিক্টোরিয়া। এসময় ক্লাবগুলো থেকে টাকা, মদ, সিসা ও ক্যাসিনোর সামগ্রী জব্দ করা হয়।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফু-ওয়াং ক্লাব,অভিযান,ক্যাসিনো
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close