reporterঅনলাইন ডেস্ক
  ১২ সেপ্টেম্বর, ২০১৯

পদ্মা সেতুর টোল নির্ধারণ হয়নি : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর ৮৩ শতাংশ কাজ সম্পন্ন হলেও টোল আদায়ের পরিমাণ এখনো নির্ধারিত হয়নি।

রাজধানীর সেতু ভবনে বৃহস্পতিবার সকালে একথা বলেন তিনি।

পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য কোরিয়ার এক্সপ্রেসওয়ে সার্ভিসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সেতু কর্তৃপক্ষ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন যদি শান্তিপূর্ণ হয়, তা হলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা, বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমুচিত জবাব দেয়া হবে।’

বিএনপির আন্দোলনকে সরকার ভয় পায় না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেবকে বলব, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথে যাবেন না-এটিই আপনাদের কাছে আশা করি।

এ সময় খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ার করেন কাদের।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পদ্মা সেতু,টোল,সেতুমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close