নিজস্ব প্রতিবেদক

  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

সায়েদাবাদ পানি শোধনাগার পরিদর্শন স্থানীয় সরকারমন্ত্রীর

ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার পরিদর্শন করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম শনিবার রাজধানীর ধলপুরে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-১ ও ফেজ-২ পরিদর্শন করেছেন। তিনি এ সময় প্রস্তাবিত সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ ৩-এর জন্য নির্ধারিত স্থানও ঘুরে দেখেন।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সায়েদাবাদ পানি শোধনাগারের সার্বিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

মো. তাজুল ইসলাম ঢাকা ওয়াসার কার্যক্রম আরো আধুনিক ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। প্রচার মাধ্যমের সাহায্য নিয়ে ঢাকা ওয়াসার কার্যক্রম জনগণের কাছে যথাযথভাবে তুলে ধরারও পরামর্শ দেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম এবং ঢাকা ওয়াসা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-১ ও ফেজ-২ থেকে দৈনিক ৪৫ কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পানি শোধনাগার,মো. তাজুল ইসলাম,স্থানীয় সরকারমন্ত্রী,ঢাকা ওয়াসা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close