reporterঅনলাইন ডেস্ক
  ২৫ আগস্ট, ২০১৯

ডেঙ্গুতে ঢামেকে একজনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ফজলুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে তিনি মারা যান।

স্বজনরা জানায়, তিনদিন আগে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে ফজলুর রহমান গায়ে জ্বর নিয়ে হাসপাতালে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। পরে চিকিৎসাধীন গতকাল রাত ১টার দিকে তার মৃত্যু হয়। তিনি কাকরাইলে অবস্থিত একটি সমবায় ব্যাংকের উপদেষ্টা ছিলেন।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন ডেঙ্গু জ্বরে ফজলুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টায় ৯৬ জন নতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৬৩ জন। বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪৯৬ জন। শনিবার থেকে ২৪ ঘণ্টার ভর্তির সংখ্যা কিছুটা কমেছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডেঙ্গুতে মৃত্যু,ঢাকা মেডিকেল,ঢামেক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close