নিউজ ডেস্ক

  ২১ আগস্ট, ২০১৯

মশক নিধনে বছরব্যাপী কাজ করার প্রতিশ্রুতি স্থানীয় সরকার মন্ত্রীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক সময়ে এডিস মশা ও ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানসমূহ সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে। এবার ডেঙ্গুর যে ব্যাপকতা দেখা যাচ্ছে পূর্বে আমাদের এরকম অভিজ্ঞতা ছিলনা, সে জন্য কাঙ্খিত ফলাফল পেতে সময় লাগছে। আমি মন্ত্রী হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি, এখন থেকে সারা বছর নিবিড়ভাবে মশক নিধন ও ডেঙ্গুর বিস্তার রোধে কার্যক্রম পরিচালনা করব।

মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মশক নিধনের জন্য ১৬০০ অস্থায়ী জনবল নিয়োগ করেছি। শিগগিরই স্থায়ীভাবে লোকবল নিয়োগ করা হবে।

বুধবার বিকেলে রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের সার্বিক অবস্থা পর্যালোচনার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ।

এ সময় ৫৪ টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ ছাড়াও মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত কাউন্সিলরবৃন্দ মশক নিধনে তাদের কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন এবং কিছু কিছু সমস্যার কথাও তুলে ধরেন।

সভায় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবাদিকদের লেখনীর কারণে আমাদের মধ্যে দায়বদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা সচেতন হয়েছি। বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই একযোগে কাজ করতে পারলে আমরা যে কোনও দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হব বলে আশা করি।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মশক নিধন,প্রতিশ্রুতি,স্থানীয় সরকারমন্ত্রী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close