reporterঅনলাইন ডেস্ক
  ২০ আগস্ট, ২০১৯

সাংবাদিকদের জয়শংকর

নদীর পানিবণ্টন বিষয়ে পূর্ব প্রতিশ্রুতিতে অনড় ভারত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে নতুন কোনো বার্তা দিতে পারেননি সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামনিয়াম জয়শঙ্কর।

মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ভারতের পূর্বের প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করেছেন তিনি।

বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন চুক্তি ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয় বলে জানানো হয়।

সাংবাদিকদের জয়শংকর বলেন, তিস্তা চুক্তির প্রতিশ্রুতি পালনে ভারত অনড় এবং একইসঙ্গে অভিন্ন ৫৪টি নদীর পানি বণ্টন চুক্তির বিষয়েও ভারত তার পূর্ব প্রতিশ্রুতির ব্যাপারে অনড় রয়েছে। তিস্তা নিয়ে কোনো পদক্ষেপ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা চলমান প্রক্রিয়া।

রোহিঙ্গা ইস্যু ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু প্রলম্বিত হলে তা ভারত, বাংলাদেশ ও মিয়ানমার তিন দেশের জন্যই ক্ষতিকর হবে।

এছাড়া ভারতের আসাম রাজ্যের নাগরিকত্ব নিবন্ধন কর্মসূচি (এনআরসি) দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন জয়শংকর।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার অর্থনীতি, বাণিজ্যের যৌথ অংশদারিত্ব বাড়ানোর জন্য ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক অধিকতর উচ্চতায় উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এস জয়শংকর,পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন,ভারত,তিস্তা নদীর পানি বণ্টন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close