reporterঅনলাইন ডেস্ক
  ১১ আগস্ট, ২০১৯

ঈদের জামাত কোথায় কখন

রাজধানীতে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই জামাতের আয়োজন করেছে। এখানে ৯০ হাজার থেকে ১ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। জাতীয় ঈদগাহে নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট পাঁচটি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে। এ ছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় জামাতের আয়োজন করা হয়েছে। এখানে মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ, সাংসদ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা জামাতে অংশ নেবেন।

সকাল ৭টা : পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ মসজিদ, উত্তরা ৩ নম্বর সেক্টরের মসজিদ আল মাগফেরার প্রথম জামাত ও কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের প্রথম জামাত।

সকাল সাড়ে ৭টা : চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ মসজিদ, মগবাজার বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনি মসজিদ, মোহাম্মদপুরের মসজিদ এ তৈয়্যেবিয়া, পশ্চিম আগারগাঁও দারুল ইমান মসজিদ, যাত্রাবাড়ীর মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ার প্রথম জামাত, মোহাম্মদপুর কৃষি বাজার তাহেরিয়া মসজিদ, এলিফ্যান্ট রোডের এরোপ্লেন মসজিদ, খিলগাঁও পল্লীমা সংসদ ময়দান, ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ (বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের ঈদের জামাত)। আবহাওয়া প্রতিকূল থাকলে হবে বংশাল আহলে হাদিস মসজিদে।

সকাল ৮টা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের প্রথম জামাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রধান ফটকসংলগ্ন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের লন ও গিয়াসউদ্দিন আহমেদ আবাসিক এলাকার বায়তুস সালাম মসজিদ, লক্ষ্মীবাজারের নুরানি মসজিদ, কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় জামাত, উত্তরা ৩ নম্বর সেক্টরের মসজিদ আল মাগফেরার দ্বিতীয় জামাত, ধানমন্ডি ঈদগাহ ময়দান, মতিঝিল দেওয়ানবাগ শরিফে প্রথম জামাত।

সকাল সাড়ে ৮টা : মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ার দ্বিতীয় জামাত।

সকাল ৮টা ৪৫ মিনিট : কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের তৃতীয় জামাত।

সকাল ৯টা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় জামাত।

সকাল সাড়ে ৯টা : মতিঝিল দেওয়ানবাগ শরিফে দ্বিতীয় জামাত।

সকাল ১০টা : মতিঝিল দেওয়ানবাগ শরিফে তৃতীয় জামাত।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঈদের জামাত,ঈদুল আযহা,প্রধান জামাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close