reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুলাই, ২০১৯

কাঁঠালবাগানে এফ হক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কাঁঠালবাগানে এফ হক টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী।

এর আগে নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, কাঁঠালবাগানের ঢালে এফ হক টাওয়ার নামক একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে মোট ১০টি ইউনিট কাজ করে।

এ সময় ভবন থেকে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ওই ভবনে আগুন লাগে। ভবন থেকে ধোয়া উড়তে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধোয়ার তীব্রতাও বাড়তে থাকে। পরে খবর পেয়ে ৬টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ধারণা করা হচ্ছে, ভবনটির ৪তলায় আগুনের সূত্রপাত হয়েছে।

তবে কী কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আগুন,ভবনে আগুন,কাঁঠালবাগান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close