reporterঅনলাইন ডেস্ক
  ১০ জুলাই, ২০১৯

ঢাকায় অনেকের চুলায় আগুন জ্বলছে না

ঢাকার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই গ্যাস সরবরাহ কমে গেছে। এ কারণে অনেকের চুলায় আগুন জ্বলছে না বলে এলাকাবাসীরা জানিয়েছেন।

এ ব্যাপারে তিতাস গ্যাস কোম্পানি জানায়, উৎপাদন পর্যায় থেকে গ্যাস সরবরাহ কমে গেছে। মূলত উৎপাদন ও আমদানির ঘাটতি থাকায় বিতরণ পর্যায়েও এর প্রভাব পড়ছে।

প্রসঙ্গত, গত ১ জুলাই থেকে গ্যাসের দাম বাড়ানো হয়। এক চুলার দাম ৭৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯২৫ টাকা। আর দুই চুলা ৮০০ থেকে হয়েছে ৯৭৫ টাকা। এ ছাড়া গৃহস্থালি কাজে মিটারভিত্তিক গ্রাহকদের জন্য দাম বেড়েছে ঘনমিটার প্রতি ১২ টাকা ৬০ পয়সা। গড়ে প্রতি ঘনমিটারে বেড়েছে ৯ টাকা ৮০ পয়সা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্যাস সরবরাহ,আগুন,চুলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close