reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জুলাই, ২০১৯

সংসদ অধিবেশন বসছে বিকেলে

ছয়দিন বিরতি শেষে রোববার বিকেল ৫টায় আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন। গত ৩০ জুন সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাশের পর আজ বিকেল ৫টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন গত ১১ জুন শুরু হয়। অধিবেশনের তৃতীয় কার্যদিবসে ১৩ জুন প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়। এরপর সরকার ও বিরোধী দলের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রস্তাবিত বাজেটের ওপর দীর্ঘ ৫৩ ঘণ্টা আলোচনা হয়। সর্বশেষ ৩০ জুন দেশের ইতিহাসে সবচেয়ে বড় সোয়া পাঁচ লাখ কোটি টাকার বাজেট পাস হয়।

কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ১১ জুলাই এই অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে। তবে স্পিকার চাইলে অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অধিবেশন,জাতীয় সংসদ,সংসদ অধিবেশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close