reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুলাই, ২০১৯

৬ দিনের সফরে চীনে গেলেন প্রধানমন্ত্রী

৬ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিনি চীনের দালিয়ানের উদ্দেশে রওয়ানা হন।

এবারের সফরে প্রধানমন্ত্রী চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যুর যৌক্তিক সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে চীনের সহযোগিতা চাওয়া হবে।

এছাড়া দুই দেশের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক বেশ কয়েকটি চুক্তিও সই হওয়ার কথা রয়েছে এবারের সফরে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।

সফর শেষে ৬ জুলাই প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সফর,চীন,প্রধানমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close