reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জুন, ২০১৯

গ্রিন রোডে ভবনে বিস্ফোরণ, দগ্ধ ৪

রাজধানীর গ্রিন রোডে কমফোর্ট ডক্টরস চেম্বারের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা ওই কক্ষে রং ও কাঠের কাজ করছিলেন। রোববার সকাল ৯টার দিকে কাজ করার জন্য কক্ষে ঢুকে তারা বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য সুইচ টেপেন। সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন—ফয়েজ (২৩), রাসেল (৩০), সুজন (১৯) ও রকিব (২২)।

হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধ চারজনকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। ফয়েজের ৪০ শতাংশ, রাসেলের ৬২ শতাংশ, সুজনের ১৮ শতাংশ এবং রকিবের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ শ্রমিকেরা জানান, বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কমফোর্ট ডক্টরস চেম্বারে বেশ কয়েকদিন ধরে তারা সাজসজ্জা ও সংস্কারের কাজ করছিলেন। আজ সকাল ৯টার দিকে নিচতলার ওই কক্ষে গিয়ে বাতি জ্বালানোর জন্য এক কর্মী সুইচে চাপ দেন। সঙ্গে সঙ্গে বিকট শব্দে কক্ষটিতে বিস্ফোরণ হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভবনে বিস্ফোরণ,গ্রিন রোড,বার্ন ইউনিট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close