reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জুন, ২০১৯

কুর্মিটোলা-খিলক্ষেতে আজ গ্যাস নেই

গ্যাসের সরবরাহ লাইনে কাজের কারণে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আট ঘণ্টা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, র‍্যাডিসন হোটেল, রিজেন্সি হোটেল, সিভিল এভিয়েশন কোয়ার্টার, আর্মি গলফ ক্লাবসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ আট ঘণ্টা খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস।

রোববার তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে পাতালপথ নির্মাণ প্রকল্পের কারণে বিদ্যমান গ্যাস সরবরাহ লাইন সরিয়ে নিতে হবে। এ জন্য জিয়া কলোনি গেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১২ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব সিএনজি গ্রাহক, আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস পাবেন না। গ্যাসলাইন পাশেই বসানো হবে।

তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান খান বলেন, এই এলাকায় আগেও তিতাসের গ্যাস পাইপলাইনের কাজ হয়েছে। তখনো গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। এবারও এই এলাকায় সরবরাহ লাইনে কাজ হবে। এ কারণে সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে পাঁচটার মধ্যেই সেসব এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

তিনি আরো বলেন, জরুরি কাজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হলে সাধারণত বড় গ্রাহক যেমন সিএনজি স্টেশন এবং কারখানার মালিকদের চিঠি দিয়ে জানানো হয়। তবে বাসাবাড়ির গ্রাহকদের পত্রিকায় বা টেলিভিশনে বিজ্ঞপ্তি বা খবরের মাধ্যমে জানানো হয়। এর আগে মে মাসে তিনবার ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস পাইপলাইনের কাজের জন্য জরুরিভাবে বন্ধ ঘোষণা করা হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্যাস,তিতাস,কুর্মিটোলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close