সংসদ প্রতিবেদক

  ১৬ জুন, ২০১৯

রাজধানীতে বস্তির সংখ্যা ৩৩৯৪টি : সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত বস্তি শুমারি ও ভাসমান লোকগণনা জরিপ-২০১৪ অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট বস্তির সংখ্যা ১৬৩৯ টি। মোট খানা এক লাখ ৩৫ হাজার ৩৪০ টি। উত্তর সিটিতে মোট বস্তিতে জনসংখ্যা চার লাখ ৯৯ হাজার ১৯ জন।

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট বস্তি ১ হাজার ৭৫৫ টি। বস্তির খানার সংখ্যা ৪০ হাজার ৫৯১ টি। জনসংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৬ জন।

রোববার জাতীয় সংসদে সরকার দলীয় এমপি হাজী মো. সেলিমের লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এসময় মন্ত্রী আরো বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আদাবর থানায় ৪৭২, বাড্ডা ১২১, বনানীতে ১০, দারুস সালামে ৫৪, ভাসানটেকে ৮, গুলশানে ৮, কাফরুল থানায় ১০৯, খিলক্ষেতে ৭১, মিরপুরে ১১৭, মোহাম্মদপুরে ২৮৪, পল্লবীতে ৭০, রামপুরায় ১৬৮, শাহআলীতে ১৫, শেরেবাংলা নগরে ১৩৮টি বস্তি রয়েছে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বংশাল থানায় ১৯, চকবাজারে ১৫০, ধানমন্ডিতে ১৭, গেন্ডারিয়ায় ৪৯, হাজারীবাগে ২৪৩টি, যাত্রাবাড়ীতে ১৬৫টি, কলাবাগানে ৫, কামরাঙ্গীরচরে ২৬৫, খিলগাঁওয়ে ৪২৬টি, কতোয়ালীতে ৫ টি, লালবাগে ২৭৮, মতিঝিলে ৪, নিউ মার্কেট থানায় ৫, রমনায় ৮, শাহজাদপুরে ৭৯, শাহবাগে ৭, সুত্রাপুরে ৫ ও ওয়ারী থানায় ২৫টি বস্তি রয়েছে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজধানী,বস্তির সংখ্যা,স্থানীয় সরকারমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close