reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জুন, ২০১৯

অর্থমন্ত্রী অসুস্থ

বাজেট পেশ করেছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের শুরুতেই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় অস্বস্তিবোধ করছিলেন। এ অবস্থায় বাজেট ঘোষণায় অর্থমন্ত্রীকে সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই জাতীয় সংসদে বাজেট পেশ করেছেন।

এদিকে, শারীরিক অসুস্থতার জন্য একদিন আগেই হাসপাতাল থেকে ফিরেছেন অর্থমন্ত্রী। তবুও আজকের বাজেট উপস্থাপন শুরু করেন তিনি।

এর আগে ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার ৩টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে তিনি বাজেট উপস্থাপন করতে শুরু করেন।

অসুস্থ থাকায় স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী বসে বসে বাজেট উপস্থাপন করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অনুমতি নিয়ে বসার পরামর্শ দেন। পরে অপর পাশ থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমও অর্থমন্ত্রীকে স্পিকারের কাছে অনুমতি চেয়ে বসতে বলেন।

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে বাজেট বক্তব্য শুরু করার কৌশলটা বলে দেন। পরে তিনি অনুমতি নিয়ে বসেন। এরপর প্রধানমন্ত্রী নিজেই কাগজপত্র নিয়ে বাজেট পাঠ শুরু করেন।

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাজেট,শেখ হাসিনা,জাতীয় সংসদ,বাজেট পেশ,অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close