reporterঅনলাইন ডেস্ক
  ১২ জুন, ২০১৯

যেকোনো মুহূর্তে ওসি মোয়াজ্জেম গ্রেফতার : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর মামলার আসামি সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন দেশেই আছে। ওসির বাইরে যাওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। যেকোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হবে।

বুধবার রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে আয়োজিত কারা অধিদফতরের উদ্ভাবনী মেলা ও শোকেসিং অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওসি মোয়াজ্জেমকে ধরা যাচ্ছে না—বিষয়টি ঠিক না। তার (ওসি) বাইরে যাওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ওসি মোয়াজ্জেম দেশেই আছে। তাকে যেকোনো মুহূর্তে গ্রেফতার করা হবে।

ডিআইজি মিজানুর রহমানের প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ডিআইজি মিজান ঘুষ দিয়েছেন, নিশ্চয়ই তার দুর্বলতা আছে। তা না হলে তিনি কেন ঘুষ দেবেন। ঘুষ দেওয়া-নেওয়া দুটোই অপরাধ। মিজানের বিরুদ্ধে আগের অভিযোগের তদন্ত চলছে। এর মধ্যে আবার ঘুষ কেলেঙ্কারি। এ কেলেঙ্কারি যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বরাষ্ট্রমন্ত্রী,আসাদুজ্জামান খান কামাল,ওসি মোয়াজ্জেম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close