reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুন, ২০১৯

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

ফাইল ছবি

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেল ৫টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে তার এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বিদেশ সফর থেকে ফিরে প্রতিবারই সংবাদ সম্মেলন করেন সরকার প্রধান শেখ হাসিনা। প্রতিবারই সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

শনিবার সকালে ফিনল্যান্ড থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। সৌদি আরব থেকে গত ৩ জুন ফিনল্যান্ড যাত্রা করেছিলেন তিনি। এই সফরে গত ২৮ মে জাপানের উদ্দেশে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী। টোকিওতে ‘দ্য ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের সঙ্গে আড়াইশ কোটি ডলারের উন্নয়ন সহায়তা চুক্তি হয়। জাপান সফর শেষে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে ৩০ মে শেখ হাসিনা সৌদি আরবে যান। সম্মেলনে অংশ নেওয়ার পর ওমরা পালন করেন তিনি, জিয়ারত করেন মহানবীর (সা.) রওজা। এরপর যান ফিনল্যান্ডে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রধানমন্ত্রী,সংবাদ সম্মেলন,শেখ হাসিনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close