reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জুন, ২০১৯

জাতীয় মসজিদে ঈদের ৫টি জামাত ‍অনুষ্ঠিত

ঈদুল ফিতরের প্রথম জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৭টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন।

এরপর সকাল ৮টায় অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের দ্বিতীয় জামাত। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম।

সকাল ৯টায় অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের তৃতীয় জামাত। এতে ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ।

তবে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি নামায় ভোগান্তিতে পড়তে হয় মুসল্লিদের।

এছাড়া জতীয় মসজিদ বায়তুল মোকাররমে চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সবশেষ জামাত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয় মসজিদ,ঈদের জামাত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close