reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জুন, ২০১৯

বৃষ্টিতে দুর্ভোগ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মুসল্লি জামাতে অংশ নেন।

ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় শুরু হয়। এরপর মোনাজাতের মাধ্যমে বেলা ৮টা ৫৫ মিনিটে শেষ হয়।

প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান, মন্ত্রিসভার সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

এদিকে রাজধানীর অধিকাংশ ঈদ জামাত শুরু হওয়ার আগে বৃষ্টি শুরু হওয়ায় নামাজে অংশ নিতে যারা ঘর থেকে বেরিয়েছিলেন, তাদের বেশিরভাগকে ভিজতে হয়েছে।

জাতীয় ঈদগাহে সকাল সোয়া ৮টার দিকে মুসল্লিপূর্ণ হয়ে গেলে প্রধান গেট বন্ধ করে দেয়া হয়। এ সময় বাইরে বিপুল সংখ্যক মুসল্লি অপেক্ষা করতে থাকেন। বৃষ্টিতে অনেক মুসল্লি ভিজে যান।

এরইমধ্যে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে কিছুটা জোর করে মুসল্লিরা ঈদগাহে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে অবশ্য গেট খুলে তাদের ভেতরে ঢোকানো হয়।

আবহাওয়া বিরূপ হলেও জাতীয় ঈদগাহে ত্রিপল থাকায় নামাজে সমস্যা হয়নি। নির্ধারিত সময় সকাল সাড়ে ৮টায় জামাত ঠিকমতোই হয়েছে। তবে জামাতে অংশ নিতে গিয়ে অনেককে দুর্ভোগ পোহাতে হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঈদের প্রধান জামাত,ঈদগাহ,ঈদের জামাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close