reporterঅনলাইন ডেস্ক
  ২০ মে, ২০১৯

৩৮তম বিসিএসের ফল ঈদের আগেই

আসন্ন ঈদের আগেই প্রকাশিত হচ্ছে ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল। সেই লক্ষ্যে কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এছাড়াও আগামী জুন মাসে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল এবং ৩৭তম বিসিএস নন-ক্যাডারের দ্বিতীয় প্রথম শ্রেণির তালিকা প্রকাশের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে পিএসসির নির্ভারযোগ্য সূত্র।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দ্রুত প্রকাশের চেষ্টা চলছে। দুইজন নিরীক্ষক এবং ক্ষেত্রবিশেষ তিনজন নিরীক্ষক পরীক্ষার খাতা মূল্যায়ন করছেন। বিশেষ করে কোনো নিরীক্ষকের নম্বর ২০-এর কম বেশি হলে তৃতীয় নিরীক্ষকের কাছে খাতা পাঠানো হয়েছে।

গত এপ্রিল মাসে ফলাফল প্রকাশের পরিকল্পনা থাকলেও দুইজন পরীক্ষক এবং ক্ষেত্রবিশেষে তিনজন পরীক্ষকের খাতা মূল্যায়নের কারণে একটু বিলম্ব হয়েছে। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বিসিএস থেকে জনপ্রশাসনে দুই হাজার ২৪ জন ক্যাডার নিয়োগ করা হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সরকারি কর্ম কমিশন,পিএসসি,ফলাফল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close