reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মে, ২০১৯

আগারগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মুক্তার হোসেন মারা গেছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মুক্তারের মৃত্যু হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার পশ্চিম আগারগাঁওয়ের বিএনপি বাজারের ২ নম্বর রোডের একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হয়। এতে মুক্তার হোসেন (৩৮) ও তার স্ত্রী সালমা (২৮) মারাত্মক দগ্ধ হন। পরে দুজনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বার্ন ইউনিটের জরুরি বিভাগ সূত্র জানান, মুক্তারের শরীরের ৯৭ শতাংশ ও তার স্ত্রী সালমার ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। মুক্তার ও সালমা দুজনেরই বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরশশমপুর গ্রামে। ঢাকায় ওষুধের ফার্মেসি ছিল মুক্তারের।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিস্ফোরণ,আগারগাঁও,দগ্ধ হয়ে মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close