reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মে, ২০১৯

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে গাম্বিয়া

রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা।

শুক্রবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ প্রতিশ্রুতির কথা জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ড. মামাদু টাঙ্গারা জানান, রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে নিতে গাম্বিয়া প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, রোহিঙ্গা সংকট মানবিক ইস্যু, তার দেশ এই ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন বিশেষ করে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের প্রশংসা করেন তিনি। বৈঠকে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন—পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধামন্ত্রীর মুখ্য সচিব এম নজিবুর রহমান প্রমুখ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাম্বিয়া,রোহিঙ্গা ইস্যু,মামাদু টাঙ্গারা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close