reporterঅনলাইন ডেস্ক
  ০৮ মে, ২০১৯

মিয়ানমারে বিমান দুর্ঘটনা

পাইলটসহ বেশ কয়েকজন আহত

মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট।

বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঝড়ের কবলে পড়া এ দুর্ঘটনায় ১১জন আহত হয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ইয়াংগুন বিমানবন্দরে রানওয়ের পাশে ঘাসের মধ্যে পড়ে থাকা বিমান বাংলাদেশের একটি দুর্ঘটনাকবলিত ফ্লাইটের ছবি প্রকাশ করেছে মিয়ানমার টাইমস। বিমানবন্দরটি এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ ইয়াংগুনে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ৩৩জন আরোহী নিয়ে বিজি ০৬০ ফ্লাইটটি ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে।

শাকিল মেরাজ জানান, বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এর বেশি জানা যায়নি।

এদিকে এই দুর্ঘটনায় পাইলটসহ চারজন আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক।

নাম না প্রকাশ করার শর্তে বিমানবন্দরে কর্মরত এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঝড়ের কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে একজন পাইলট, একজন এয়ার হোস্টেজ এবং ৯জন যাত্রী সামান্য আহত হন।

তিনি বলেন, বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে ছিটকে পড়ে ফ্লাইটটি। এর মাথা এবং দুটি পাখাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়াংগুন বিমানবন্দর কর্তৃপক্ষ এ দুর্ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি। তবে বৃষ্টির কারণে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা।

কর্তৃপক্ষ বলছে, এই বিমানবন্দর চালু না হওয়া পর্যন্ত এখানকার ফ্লাইটগুলো অবতরণ করবে রাজধানী নাইপিদোর বিমানবন্দরে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিয়ানমার,বিমান দুর্ঘটনা,পাইলটসহ,আহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close