reporterঅনলাইন ডেস্ক
  ০২ মে, ২০১৯

ঘূর্ণিঝড় ফণী : পেছালো এইচএসসি পরীক্ষা

ঘূর্ণিঝড় ফণীর কারণে এইচএসসিতে শনিবার সব বোর্ডের পরীক্ষা পিছিয়ে দিয়েছে সরকার।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক বৃহস্পতিবার এ তথ্য জানান।

তিনি বলেন, ৪ মে সকালে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো হবে ১৪ মে সকালে। একইভাবে ৪ মে বিকালের পরীক্ষাগুলো ১৪ মে বিকালে নেওয়া হবে।

এইচএসসিতে ৪ মে সকালে উচ্চতর গণিত প্রথম পত্র এবং ইসলাম শিক্ষা প্রথম পত্রের পরীক্ষা ছিল। আর বিকালে ছিল গার্হাস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪ মে জীববিজ্ঞান প্রথম পত্রের তত্ত্বীয় পরীক্ষা হওয়ার কথা ছিল।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঘূর্ণিঝড় ফণী,এইচএসসি পরীক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close