reporterঅনলাইন ডেস্ক
  ২২ এপ্রিল, ২০১৯

পদ্মা সেতুতে বসছে ১১তম স্প্যান

দ্রুতগতিতে এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতুর কাজ। প্রথমবারের মতো এই সেতুতে এক মাসের মধ্যে বসতে যাচ্ছে দ্বিতীয় স্প্যান।

আগামীকাল মঙ্গলবার এই বিশাল নির্মাণযজ্ঞে বসতে যাচ্ছে একাদশ স্প্যান। সেতুর জাজিরা প্রান্তে নতুন এই স্প্যানটি বসবে। এরইমধ্যে স্প্যানটি মাওয়া থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ৩৩ এবং ৩৪ নম্বর পিলারের উপর ১৫০ মিটারের নতুন এই স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে ১৬৫০ মিটার। এর আগে গত ১০ এপ্রিল মাওয়া প্রান্তে বসানো হয়েছে দশম স্প্যান।

পদ্মার মূল সেতুর প্রকৌশলীরা জানিয়েছেন, সোমবার সকালে কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরায় একাদশ স্প্যানটি নিয়ে যাওয়া শুরু হয়েছে। প্রায় চার কিলোমিটার দূরে জাজিরায় ৩৩ এবং ৩৪ নম্বর পিলারের কাছাকাছি স্প্যানটি দুপুরের মধ্যেই পৌঁছবে।

পদ্মা সেতুর প্রকৌশলীরা জানিয়েছেন, ১০টি স্প্যান বসানোর পাশাপাশি সেতুর ২৪৭টি পাইল বসানোর কাজ শেষ হয়েছে। বাকি ৪৭টি পাইলের মধ্যে ১৫টি পাইলের অর্ধেক বসানো হয়ে গেছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্প্যান,পদ্মা সেতু,জাজিরা প্রান্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close