reporterঅনলাইন ডেস্ক
  ০৮ এপ্রিল, ২০১৯

আগুনে দগ্ধ শিশুর পর মাও চলে গেলেন

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে দগ্ধ মা ফাতেমা বেগম (৩০) সোমবার ভোরে মারা গেছেন। এর আগে রোববার রাতে শিশু সন্তান সাফওয়ান আলী (১০) মারা যায়।

এ ঘটনায় ফাতেমার বড় ছেলে সাইফ আলী বেগ (১৫), মেয়ে ফারিহা আক্তার ফারজানা (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আগুনে ফাতেমা শরীরের ৯৪ শতাংশ পোড়া ছিল।

শনিবার রাত সাড়ে ৮টায় ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার ওই বাসায় এ ঘটনাটি ঘটে। এতে মাসহ তিন সন্তান দগ্ধ হয়। পরে রাত পৌনে ১০টার দিকে চারজনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,ঢামেক,আগুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close