reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মার্চ, ২০১৯

উত্তরায় শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার, এলাকাবাসীর বিক্ষোভ

ঢাকার উত্তরায় বৈশাখী নামের ১২ বছরের এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহকর্মীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে ওই বাড়ির সামনে বিক্ষোভ করছেন এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৫ নম্বর ভবনের ছয়তলার বাসা থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পুলিশকে খবর দিলে বাসায় গিয়ে একটি কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে জানালায় ঝুলন্ত অবস্থায় বৈশাখীর মরদেহ পাওয়া যায়।

এদিকে বৈশাখীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলে তার স্বজনরা। পরে এলাকার লোকজনও বাসার সামনে বিভিন্ন পরিত্যক্ত জিনিসপত্র জড়ো করে আগুন ধরিয়ে দেয়। ওই বাড়ির দিকে ইট-পাটকেল ছুড়ছেন বিক্ষুব্ধরা।

উত্তরা পশ্চিম থানার এসআই আনোয়ারা বলেন, ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। তারপর ভালোভাবে বোঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

জানা যায়, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রিফাত ফেরদৌসের বাসায় কাজ করত মেয়েটি। ওই বাসায় এক শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকেন রিফাত।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উত্তরায় শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার,এলাকাবাসীর বিক্ষোভ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close