reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মার্চ, ২০১৯

টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২ প্রকল্পের উদ্বোধন ও ১৯ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের মির্জাপুরে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় হেলিকপ্টারে করে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছাবেন তিনি। সঙ্গে থাকবেন তার বোন শেখ রেহানা এবং মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য।

মির্জাপুর গিয়ে তিনি দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক অনুষ্ঠানে যোগ দেবেন। স্মারক প্রদান ছাড়াও প্রধানমন্ত্রী কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন করবেন। বিকাল ৩টায় তিনি মির্জাপুর ত্যাগ করবেন।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রপথিক দানবীর রণদা প্রসাদ সাহার জন্মস্থান টাঙ্গাইলের মির্জাপুর। আজীবন আর্তমানবতার সেবায় কাজ করেছেন তিনি। প্রতিষ্ঠা করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানসহ দাতব্য চিকিৎসালয়। মহান মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড বিএসসি নার্সিং কলেজসহ কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করবেন। বেশ কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ডও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পি​ডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রধানমন্ত্রী,টাঙ্গাইল,শেখ হাসিনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close