reporterঅনলাইন ডেস্ক
  ১১ মার্চ, ২০১৯

ঢাকায় যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার ডিকসন

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে রবার্ট চ্যাটার্টন ডিকসনকে নিযুক্ত করা হয়েছে। তিনি এলিসন ব্লেকের স্থলাভিষিক্ত হলেন।

সোমবার ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এলিসন ব্লেক বাংলাদেশে তার দায়িত্ব সম্পন্ন করে অপর একটি কূটনৈতিক কার্যক্রমের দায়িত্ব নিয়েছেন। চলতি মার্চ থেকে রবার্ট চ্যাটার্টন ডিকসন যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

তিনি ঢাকায় আসার আগে ব্রিটিশ ফরেন অফিসের পশ্চিম বলকান বিষয়ক কর্মসূচির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়াও তিনি যুক্তরাজ্যের কাবুল মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন। যুক্তরাজ্যের শিকাগো মিশনের কনসাল জেনারেলসহ বিভিন্ন পদের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

১৯৯০ সালে এই কাজে যুক্ত হন তিনি। তবে এবারই প্রথম কোনো মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুক্তরাজ্য,হাইকমিশনার,রবার্ট চ্যাটার্টন ডিকসন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close