বাসস

  ১০ মার্চ, ২০১৯

সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে পারে স্কাউটিং : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. আবদুল হামিদ বলেছেন, স্কাউট আন্দোলন শিশু-কিশোরদের চারিত্রিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লেখাপড়ার পাশাপাশি সামাজিক কর্মকা-ে সম্পৃক্ত করার মানসিকতা তৈরিতে স্কাউটিংয়ের ভূমিকা অনন্য। স্কাউটরা সমাজসেবামূলক কাজের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্কাউটিং সৃজনশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে পারে।

রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস আয়োজিত সাত দিনব্যাপী দশম বাংলাদেশ ও তৃতীয় সানসো জাম্বুরি উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে রাষ্ট্রপতি জাম্বুরি উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। তাকে স্কার্ফ পরিয়ে দেওয়া হয়। বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান এবং জাম্বুরি সাংগঠনিক কমিটির সভাপতি আক্তারুজ্জামান খান কবীর বক্তব্য দেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্কাউটিং,রাষ্ট্রপতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close