reporterঅনলাইন ডেস্ক
  ১০ মার্চ, ২০১৯

নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে : ইসি সচিব

উপজেলা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। রোববার প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রথম ধাপে যে নির্বাচন হয়েছে- নির্বাচন কমিশন মনে করে এ নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।’

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘৭৮টি উপজেলার পাঁচ হাজার ৮৪৭টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিভিন্ন অনিয়মের কারণে ২৮টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। সেখানে পরবর্তীতে ভোট হবে। এছাড়া অন্য কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’

ভোটার উপস্থিতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটার উপস্থিতির হার এখনও আমরা জানতে পারিনি। এই মুহূর্তে আমাদের কাছে কোনও তথ্য নেই। ভোট গণনা শুরু হয়েছে। শেষ হলে পরবর্তীতে জানাতে পারবো কত শতাংশ ভোট পড়েছে।’

ভোটারদের উপস্থিতির বিষয়ে কমিশন সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটার উপস্থিতির ব্যাপারে আমরা যতটুকু জেনেছি তা মোটামুটি সন্তোষজনক।’ এ বিষয়ে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে নির্বাচন যখন খুব বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হয় এবং সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে তখন ভোটারদের উপস্থিতি বাড়া স্বাভাবিক। যখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকেন, অনেক বেশি রাজনৈতিক দল অংশগ্রহণ করে তখন স্বাভাবিকভাবেই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকবে।’

অনিয়মের কারণে কারও বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ পর্যন্ত সিরাজগঞ্জে দুইজন প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অনিয়মের সঙ্গে জড়িত এ রকম বেশ কয়েকজনকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসি সচিব,নির্বাচন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close