নিজস্ব প্রতিবেদক

  ২৩ ফেব্রুয়ারি, ২০১৯

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আর অসাম্প্রদায়িক চেতনার ক্ষেত্রে আমাদের সরকারের অবস্থান জিরো টলারেন্স। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সম্প্রদায়ের ধমীয় উৎসব পালনে স্বাধীনতা নিশ্চিত করেছেন। ধর্ম যার যার, উৎসব সবার; এই নীতিতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

শনিবার বিকেলে রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মন্দিরে অতীশ দীপঙ্কর ও বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ণপদক পুরষ্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৬জনকে পুরষ্কার দেওয়া হয়। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ তাদের এ পুরস্কারের আয়োজন করে। সভাপতিত্ব করেন বিবিকেপিএস এর সভাপতি এইচ এইচ সঙ্গনায়ক শুদ্ধানন্দ মহাথের।

তাজুল ইসলাম বলেন, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার এদেশের সর্ববৃহৎ বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের রয়েছে আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি। মহামান্য বিশুদ্ধানন্দ মহাথের পরবর্তী বর্তমান সভাপতি শ্রদ্ধেয় সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের তিল তিল করে গড়ে তুলেছেন এ প্রতিষ্ঠানের সকল স্থাপনা; বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে অনাথ ও দু:স্থ শিশুদের আশ্রয় ও মৌলিক চাহিদা মিটিয়ে চলেছেন। আর বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সুদৃঢ় সম্পর্ক বিনির্মানে অবদান রেখে চলেছেন।

তিনি বলেন, শান্তি স্বর্ণ পদক যারা পেয়েছন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এ পদক পাওয়া তাদের কর্মের স্বীকৃতি ও অনাগত দিনে তাদের উপর অতিরিক্ত দায়িত্ববোধ অর্পিত হলো। আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

শিক্ষা, ধর্ম, দর্শন, সর্বজনীন মঙ্গল ও কল্যাণে বিশেষ অবদানের জন্য প্রতি বছরের মতো দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের দেয়া হয়েছে ‘অতীশ দীপঙ্কর শান্তি স্বর্ণপদক’ ও ‘বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ণপদক’।

এবারে ‘অতীশ দীপঙ্কর শান্তি স্বর্ণপদক’ পুরস্কার পেয়েছেন, গ্রীসের ট্রু লাইফ ইন গড, ইতালির লামা গঞ্চন, ভারতের লামা লুবজং ও চীনের জোহাং লাইফিন। এ ছাড়া ‘বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ণপদক’ পেয়েছেন, বাংলাদেশের পীযুষ বন্দোপাধ্যায় ও ইঞ্জিনিয়ার পলক কান্তি বড়ুয়া।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবের হোসেন চৌধুরী এমপি, বাসুলা রাইডেন, লামা গাঞ্জন, লামা লভজং, পীযুষ বন্দোপাধ্যায়। উল্লেখ্য, ২০০১ সাল থেকে সংগঠনটি নিয়মিতভাবে এ পুরস্কার দিয়ে আসছে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্থানীয় সরকার মন্ত্রী,বাংলাদেশ,সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close