reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি, ২০১৯

কোন বাড়িতে কেমিক্যাল রয়েছে তথ্য দিন : মেয়র

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনের আন্ডারগ্রাউন্ড থেকে শত শত কেমিক্যালের জার ও কন্টেইনার অপসরণ করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জার ও কন্টেইনারগুলো অপসরণ করছে।

শনিবার ওয়াহিদ ম্যানশন ভবন পরিদর্শন এসে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, ওয়াহেদ ম্যানশন থেকে কেমিক্যালের গোডাউন সরানোর মাধ্যমে পুরান ঢাকার সকল কেমিক্যাল কারখানা সরানোর কাজ শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যাবে ততক্ষণ আমাদের অপসারণ কাজ অব্যাহত থাকবে।

মেয়র বলেন, আপনারা আমাদের তথ্য দিন। কোন কোন বাড়িতে কেমিক্যাল রয়েছে। কোনও বাড়িতে কেমিক্যাল পাওয়া গেলে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জনের প্রাণহানি ঘটে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখনো বেশ কয়েকজন দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রয়েছেন।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেয়র,কেমিক্যাল,তথ্য
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close