reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি, ২০১৯

অগ্নিদগ্ধদের দেখতে ঢামেকে যাচ্ছেন প্রধানমন্ত্রী

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের দেখতে শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ১০টায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত রোগীদের খোঁজ-খবর নিতে যাবেন প্রধানমন্ত্রী।

গত বুধবার রাতের এ ঘটনার পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চকবাজারের অগ্নিকাণ্ডের উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ ঘটনায় ৬৭ জন প্রাণ হারিয়েছেন।

এদিকে এ ঘটনায় আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের আইসিইউতে নেওয়া হয়েছে। আর শারীরিক অবস্থা তুলনামূলক কিছুটা ভালো থাকায় বাকি তিনজনকে পোস্ট অপারেটিভ ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে জানান, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সারারাত উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে। প্রধানমন্ত্রী সারারাত জেগে উদ্ধার কাজ তদারক করেছেন। এ ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন তিনি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অগ্নিদগ্ধ,প্রধানমন্ত্রী,ঢামেক বার্ন ইউনিট,চকবাজার অগ্নিকাণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close