reporterঅনলাইন ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি, ২০১৯

বুড়িগঙ্গার তীর উদ্ধার অভিযান অব্যাহত

রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে তৃতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিওটিএ)।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে কামরাঙ্গীরচরের লোহারপুল ও লালবাগের কামালবাগ এলাকায় তৃতীয় দিনের অভিযান শুরু হয়। অভিযানের শুরুতে ৫০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় বলে বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান।

এর আগে বুধবার কামরাঙ্গীর চরের কয়লাঘাট ও ইসলামবাগ এলাকা থেকে ২১১টি এবং মঙ্গলবার নবাবচর এলাকায় ২৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ঢাকা নদী বন্দরের আওতাধীন এলাকায় ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন জানান।

তিনি বলেন, এর আগে ২৯ জানুয়ারি থেকে তিন দিন অভিযান চালিয়ে বুড়িগঙ্গা তীরের ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে কয়েকটি বহুতল ভবনও রয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অবৈধ স্থাপনা,উচ্ছেদ অভিযান,বুড়িগঙ্গার তীর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close