প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি, ২০১৯

ভাষা শহীদদের স্মরণের মাস

চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাস রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতিবাহী মাস, সেই সংগ্রামে শহীদ হওয়া রফিক, শফিক বরকতদের স্মরণের মাস। এ উপলক্ষে ঐতিহ্যবাহী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি দেশের মানুষের কাছে বইমেলা হিসেবেই বেশি পরিচিত। আন্তর্জাতিক পর্যায়েও এর পরিচিতি রয়েছে। এবারের মেলায়ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক লেখকের সমাগম ঘটবে।

একুশে বইমেলা আমাদের বই পড়ার অভ্য্যাস গড়ে দিয়েছে। বই কেনার তাগিদ তৈরি করেছে হৃদয়ে। লেখক হতে সাহায্য করেছে অনেককে। বই প্রকাশনা শিল্পের বিস্তার ঘটিয়েছে। অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে বই পড়ার আগ্রহ বাড়িয়েছে।

৫২-এর মহান ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি রাষ্ট্রভাষা বাংলাকে। যার ধারাবাহিকতায় আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যেন বাংলা ভাষাও স্বাধীন হলো। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রনায়ক শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথমবারের মতো বাংলা ভাষায় বক্তব্য রেখে বাংলা ভাষার মর্যাদার কথাও জানিয়ে দিয়েছিলেন বিশ্বকে।

সর্বস্তরে বাংলা ভাষা চালু হোক বাংলাদেশে— এই দাবি বহমান। তবে বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক কিছু ভাষার প্রভাবে তা এখনো পুরোপুরি বাস্তবায়নে অন্তরায় হয়ে পড়েছে। তবু অনেকেই হয়তো আশা ছাড়েননি এক দিন না এক দিন আমাদের ভালোবাসার দেশে সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ হবেই।

স্যাটেলাইট টিভি চ্যানেলের যুগে বিদেশি অনেক ভাষার প্রতি আগ্রহ দেখা যায় এ দেশের প্রজন্মের অনেকের কাছে। তাতে বাংলা ভাষা কতটা ক্ষতি হচ্ছে, তা পরিমাপের সুযোগ নেই। বাংলা ভাষাকে বিশ্বায়নের উদ্যোগ নেওয়া যেতে পারে। তাতে করে বাংলা পাবে বিশ্বভাষার মর্যাদা।

ইতোমধ্যে দেশের ইংরেজি মাধ্যমে পড়া অনেকেই বাংলা ভাষায় কথা বলেন। হয়তো তারা শুদ্ধ বাংলা ভালোভাবে বলতে পারেন না কিংবা চেষ্টা করেন বলতে। তাওবা মন্দ কী! তবে দেশে নাটক, সিনেমা বা গানে ও রেডিও জকিরা বাংলা ভাষা বিকৃতি করছেন বলে অভিযোগ রয়েছে। নিজের মাতৃভাষাকে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে, লিখতে হবে শুদ্ধ ও জনবুদ্ধ ভাষায়। তবেই যথাযথ শ্রদ্ধা জানানো হবে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে তৎকালীন পাকিস্তানের পূর্ব পাকিস্তান প্রদেশের রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে শহীদ হওয়া ভাষা শহীদদের।

বাংলা ভাষার সুন্দর প্রয়োগ স্বাধীন বাঙালিদের হাত ধরেই হবে। শুধু ভাষার মাসে নয়, সারা বছর বাংলা ভাষাকে ভালোবাসার দৃঢ়প্রত্যয় হোক সবার। দেশকে ভালোবাসব সারা জীবন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভাষা শহীদ,অমর একুশে,রাষ্ট্রভাষা আন্দোলন,বাংলা ভাষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close