reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি, ২০১৯

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও শিল্পপতি সালমান এফ রহমান।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে মঙ্গলবার সালমান এফ রহমানকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগ অবৈতনিক এবং পদটিতে থাকাকালে সালমান এফ রহমান মন্ত্রীর পদমর্যাদা ভোগ করবেন।

এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে ৫ জনকে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন —রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

এদিকে, মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে নিয়োগ পান সজীব ওয়াজেদ জয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সালমান এফ রহমান,শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা,প্রধানমন্ত্রীর উপদেষ্টা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close