reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি, ২০১৯

পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো সমন্বয়ের নির্দেশ দিয়েছেন বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। রোববার দুপুরে দেশে মজুরি কাঠামো নিয়ে পোশাক শ্রমিকদের মধ্যে চলমান অসন্তোষ, আন্দোলন, সংঘর্ষের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নেন বলে শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

যৌক্তিক হারে বাড়বে সবার বেতন-এ কথা উল্লেখ করে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ৩, ৪, ও ৫ নম্বরের সঙ্গে সমন্বয় হবে ১ ও ২ নম্বর গ্রেডের বেতন।

এদিকে, পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয়ে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকেলে মালিক, শ্রমিক ও সরকার পক্ষের বৈঠক শুরু হতে যাচ্ছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পোশাক শ্রমিক,মজুরি কাঠামো,সমন্বয়,প্রধানমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close