reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জানুয়ারি, ২০১৯

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশে ছোট বোন শেখ রেহানা

রেকর্ড চতুর্থবারের মতো সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ বুধবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সমাধিসৌধের বেদীর পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।

পরে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ফাতেহাপাঠ ও পিতা বঙ্গবন্ধু, মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। রাষ্ট্রীয় এসব কর্মসূচি শেষে দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন।

এর আগে দুপুর ১২টা ২৮ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের ২ নং গেটে আসেন। তিনি ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। ধীর পায়ে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীর কাছে হেঁটে যান। সেখানে সারিবদ্ধভাবে নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও শেখ রেহানাকে স্বাগত জানান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রদ্ধা,বঙ্গবন্ধুর সমাধি,প্রধানমন্ত্রী,টুঙ্গিপাড়া,শেখ রেহানা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close