reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জানুয়ারি, ২০১৯

বাসে চড়ে স্মৃতিসৌধে গেলেন নতুন মন্ত্রীরা

একসঙ্গে বাসে চড়ে সাভারে জাতীয় সৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নতুন মন্ত্রিরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

মন্ত্রিসভার সদস্যদের জন্য বরাদ্দ পতাকাওয়ালা গাড়ি গত সোমবার শপথের আগেই তাদের ঠিকানায় পৌঁছে গিয়েছিল। তবে সাভারে যাওয়ার সময় সেই গাড়ি সঙ্গে নেননি তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া মন্ত্রিসভার বাকি ৪৬ সদস্যকে ধানমণ্ডির ৩২ নম্বর থেকে সাভারে নিয়ে যাওয়া হয় শীতাতপ নিয়ন্ত্রিত ৪ টি মিনিবাসে করে। স্মৃতিসৌধ থেকে বাসে করেই তারা ঢাকায় ফিরে সংসদ ভবনে নামেন।

এ সময় আসন সংকুলান না হওয়ায় বাসের দুই সারি আসনের মাঝে ফাঁকা জায়গায় বাড়তি আসন জুড়েও বসতে হয় কয়েকজনকে।

শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া বাকি সবাই আমরা বাসে করে গিয়ে আবার বাসে করে ফিরেছি। আগামীকাল বুধবার আমরা বাসে করেই টুঙ্গিপাড়া যাবো বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে।

মন্ত্রিসভার সব সদস্যদের একসঙ্গে বাসে চড়ে কোথাও যাওয়ার ঘটনাটি নতুন চমক সৃষ্টি করেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নতুন মন্ত্রিসভা,বঙ্গবন্ধুর প্রতিকৃতি,শ্রদ্ধা,প্রধানমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close