reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জানুয়ারি, ২০১৯

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বিকেলে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকেল ৪টায় রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

গত ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে জয়ের পর শেখ হাসিনার এটাই রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে। এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সর্বশেষ বঙ্গভবনে যান তিনি।

এদিকে নতুন মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগে দেওয়ার এখতিয়ারও রাষ্ট্রপতির।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে শেখ হাসিনাসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথবাক্য পাঠ করেন। সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,সৌজন্য সাক্ষাৎ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close