reporterঅনলাইন ডেস্ক
  ১২ ডিসেম্বর, ২০১৮

ফখরুলের গাড়িবহরে হামলায় কমিশন বিব্রত : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

নূরুল হুদা বলেন, গতকাল মঙ্গলবার আমরা আনন্দের সঙ্গে বলেছিলাম দেশে নির্বাচনের হাওয়া বইছে। দেশে নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। কিন্তু গতকাল দুটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। নোয়াখালীতে যুবলীগ নেতাকে হত্যা করা হয়েছে। আর ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় নির্বাচন কমিশন অত্যন্ত বিব্রত।

তিনি আরো বলেন, প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচন কমিশন চায় না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিইসি,নির্বাচন কমিশন,কে এম নূরুল হুদা,গাড়িবহরে হামলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close