reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ডিসেম্বর, ২০১৮

২৩৩ জনের আপিল নিষ্পত্তিতে বসেছে ইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষ দিনের মতো গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি শুরু হয়।

আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ মোট ২৩৩ জন আবেদনকারীর আপিল শুনানি গ্রহণ করবে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত আছেন।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সারাদেশে ৩০০ আসনে মোট ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাচাইয়ে সারাদেশে ৭৮৬ জনে মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে বিএনপির ১৪১ প্রার্থী এবং আওয়ামী লীগের ৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তফিসল অনুযায়ী, একাদশ সংসদে ভোটগ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর। প্রত্যাহার ৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসি,আপিল নিষ্পত্তি,মনোনয়নপত্র বাতিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close