reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০১৮

উত্তরখানের আটিপাড়া বাজারে আগুন

ফাইল ছবি

রাজধানীর উত্তরখানের আটিপাড়া বাজারে বুধবার রাতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। উত্তরা ও টঙ্গী ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

ফায়ার সার্ভিস জানায়, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কিছু টিনের ঘর ও একটি আসবারের দোকান পুড়েছে।

ফায়ার সার্ভিস বলছে, তাদের তৎপরতার কারণে আগুন খুব একটা ছড়াতে পারেনি। তাই আশপাশের অনেক দোকান ও ঘর আগুন থেকে রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজধানী,আগুন,আটিপাড়া বাজারে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close