reporterঅনলাইন ডেস্ক
  ২৬ নভেম্বর, ২০১৮

নাম পাল্টে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’

মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিআইডি

পাল্টে গেল জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। এখন থেকে ১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের পরিবর্তে উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে আগামী ১২ ডিসেম্বর উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস।

গত বছরের ২৭ নভেম্বর মন্ত্রিসভা প্রতি বছর ১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দেয়। এরপর গত বছর ১২ ডিসেম্বর প্রথমবারের মতো জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রধানমন্ত্রী,শেখ হাসিনা,মন্ত্রিসভা,ডিজিটাল বাংলাদেশ দিবস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close