reporterঅনলাইন ডেস্ক
  ০৯ নভেম্বর, ২০১৮

‘প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার নয়’

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার চালানো যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর ২১ দিন প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ইসি সচিব।

হেলালুদ্দীন আহমদ বলেন, আগামী সাতদিনের মধ্যে সব ধরনের প্রচারসামগ্রী সরিয়ে ফেলতে হবে। এক্ষেত্রে যারা পোস্টার, তোরণ, গেটসহ নানা ধরনের প্রচারণা চালিয়েছে, নিজ উদ্যোগে তাদের প্রচারণাসামগ্রী সরিয়ে ফেলতে হবে। নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ইসি সচিব বলেন, অনিবন্ধিত রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। এতে আইনগত বাধা নেই। তিনি আরো জানান, আগামী রোববার থেকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হেলালুদ্দীন আহমদ,নির্বাচনী প্রচারণা,ইসি সচিব,প্রতীক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close